মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

আগামীতে বিএনপিকে খুঁজতে সার্চ কমিটি গঠন করতে হবে -এমপি মনোরঞ্জন শীল গোপাল

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৭ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, অরাজনৈতিক কার্যক্রমের কারণে বতর্মানে জনবিচ্ছিন্ন একটি সংগঠনে পরিণত হয়েছে বিএনপি। এ অবস্থা চলতে থাকলে বিএনপিকে খোঁজার জন্য সার্চ কমিটি গঠন করতে হবে। তিনি বলেন, জনগণ প্রগতি, অগ্রগতি ও উন্নয়নের পক্ষে উপনীত হয়েছে। নদীর সৃষ্টির পর নদী খননের প্রথম উদ্যোগ গ্রহণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। এই নদীগুলি খনন প্রক্রিয়া সম্পন্ন হলে কৃত্রিম সেচ প্রদানের প্রয়োজনীয়তা বাড়বে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্বে দেশকে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে যাচ্ছেন। যারা দেশের উন্নয়ন চায় না, যারা স্বাধীনতার বিরোধী, তারাই উন্নয়নে বাধা সৃষ্টি করে ও বিরোধিতা করে।

মুজিব শতবর্ষের উপহার হিসেবে শনিবার (১২ ফেব্রুয়ারি ২০২২) বিকেলে দিনাজপুর শহর রক্ষা প্রকল্পের পুনর্বাসন এবং দিনাজপুর শহর সংলগ্ন ঢেপা ও গর্ভেশ্বরী নদীর সিস্টেম ড্রেজিং/ খনন শীর্ষক প্রকল্পের আওতায় কাহারোল উপজেলাধীন ঢেপা নদীর পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় সাড়ে ৯ কিলোমিটার নদী খনন কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৯ কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি রইস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

এর আগেকাহারোল উপজেলার রসুলপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com