বজ্রকথা ডেক্স।- আজ ১১ জ্যৈষ্ঠ,(২৫ মে) সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী। কবি এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম গ্রহন করেছিলেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। তার ডাকনাম ছিল দুখু মিয়া। ১৯৭২ সালের ২৪ মে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবি সপরিবারে বাংলাদেশে আসেন। বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন এবং জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন।
Leave a Reply