নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- উৎসবমুখর পরিবেশে দিনাজপুরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে শহর তাঁতী লীগের নেতাকর্মীরা।
২৮ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তাঁতীলীগ শহর শাখার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কাটেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল।
আলোচনা সভায় শহর তাঁতী লীগের আহবায়ক আবুবকর সিদ্দিক নোমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম আলাল, জেলা আওয়ামী লীগ সমর্থিত সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সল ইবনে আজিজ চঞ্চল।
এছাড়াও শহর তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সারোওয়ার জাহান এর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা, শহর ও কোতয়ালী তাঁতীলীগের নেতাকর্মীরা।
এর আগে দোয়া মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁতীলীগের নেতাকর্মীরা।
Leave a Reply