নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- আজ ৬ ডিসেম্বর দিনাজপুরের নবাবগঞ্জ হানাদার মুক্ত দিবস । ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনীর দখল থেকে আজকের দিনে ভোরে মিত্র বাহিনী নবাবগঞ্জ উপজেলা এলাকাকে হানাদার মুক্ত করেন। টানা ৯ মাস যুদ্ধ চলাকালে আজকের দিনে মুক্তিযুেদ্ধর স্বপক্ষে ৭ নং সেক্টরের অধিনে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর তীব্র আক্রমনের শিকার হয় পাক হানাদার বাহিনী। তারা আক্রমনের কারনে পিছু হটতে থাকে। এক পর্যায়ে উপজেলার ভাদুরিয়া নামক স্থানে পাক হানাদারদের সাথে মিত্র বাহিনীর তুমুল লড়াই হয়। সেখান থেকে পাক হানাদাররা মিত্র বাহিনীর নিকট পরাজিত হবার আশংকায় পিছু হটতে হটতে ঘোড়াঘাট এলাকায় যায় এবং সেদিনই নবাবগঞ্জ হানাদার মুক্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানান করোনার কারনে এবারে দিবসটি পালনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শুধু মাত্র আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
Leave a Reply