বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে কটিয়াদীর ‘হাটুরে সেলুন’

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২৬০ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) থেক সবুল চন্দ্র দাস : কিশোরগঞ্জের কটিয়াদীতে হারিয়ে যেতে বসেছে হাট-বাজারে পিঁড়িতে বসা ‘হাটুরে’ সেলুন। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যাচ্ছে এসব সেলুন। আর কাজ না পেয়ে এখানকার নরসুন্দরদের পড়তে হচ্ছে বিপাকে। এ অবস্থায় সরকারের আর্থিক সহায়তার দাবি জানিয়েছে তারা। আধুনিক সভ্যতার ক্রমবিবর্তনে মানুষের দৈনন্দিন জীবনের গতিধারায় এসেছে পরিবর্তন। লেগেছে নতুনত্বের ছোঁয়া। তাই আজ হাটে-বাজারে বটবৃক্ষের ছায়ায় খেয়াখাটে, ফুটপাতে কিংবা গ্রামগঞ্জের জল চৌকিতে বা ইটের উপরে সাজানো পিঁড়িতে বসে নাপিতের কাছে গ্রামবাংলার মানুষের চুল দাঁড়ি কাটার সেই আদি দৃশ্য আর চোখে পড়ে না। তবে কটিয়াদী উপজেলার বিভিন্ন হাটবাজারে এখনো কিছুটা দেখা মেলে এ দৃশ্যের। তবে প্রতিনিয়ত মানুষকে সুন্দর করার কাজ করে যাচ্ছেন এসব নরসুন্দর বা নাপিতরা। অনেকেই বহু বছর ধরে করছেন এ কাজ। সে সময়ে তাদের এ আয় দিয়ে সংসার ভালোভাবে চললেও বর্তমানে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে নরসুন্দরদের। মানিকখালী মীরেরপাড়ার মতি লাল বিশ্বাস, মুমুরদিয়ার হরিধন শীল, বোয়ালিয়ার অজয় কর্মকার, গচিহাটা সুমন চন্দ্র বিশ্বাস, করগাও এর মনোরঞ্জন শীল সাথে আলাপ চারিতায় তাহারা জানান, বহু বছর ধরে এ পেশায় কাজ করছি। প্রায় ৩০-৪০ বছর ধরে পিঁড়িতে বসিয়ে মানুষদের এভাবে নাপিতের কাজ করেছি। কিন্তু বর্তমানে আধুনিকতার কারণে আমরা এখন কোনো কাজ করতে পারছি না। আমাদের কাছে এখন তেমন একটা মানুষ আসতে চায় না। আধুনিকার কাছে আমরা হেরে গেছি সেই সাথে জীবন যুদ্ধ করাও আমাদের পক্ষে হয়ে উঠছে না। স্ত্রী সন্তান নিয়া আমাদের সংসার পরিচালনা করা খুবই কষ্ট করছি। স্বচ্ছ জীবনযাপন করতে ও আক্ষেপ সমস্যা কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন নাপিতরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com