ছাদেকুল ইসলাম রুবেল।- স্বাধীনতা দিবসে আলেম সমাজের উপর হামলা-নির্যাতন ও গুলি করে মানুষ হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। ৩০ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের সার্কুলার রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াস হোসেন, যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী,যুবনেতা ইউছুব আলী দুখুসহ অন্যরা। এসময় বক্তারা ২৬ মার্চ স্বাধীনতা দিবসে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে আলেম সমাজের উপর নির্মম নির্যাতন ও গুলি চালিয়ে মানুষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply