সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন

আল জাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে – সেতুমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩৯ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ১২ ফেব্রুয়ারী ২০২১ তারিখ বিকালে সরকারি বাসভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনলাইনে ব্রিফিংকালে বলেছেন, দেশে বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্তরয়েছে। তিনি বলেছেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং আলজাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে।তিনি বলেছেন, আলজাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে । সেতুমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল। এ দলের শেঁকড় অনেক গভীরে প্রোথিত।শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রতিক পৌরসভা নির্বাচনগুলোতে বিএনপির পরাজয় হয়েছে তাদের অপরাজনীতির জন্য সামনের নির্বাচনগুলোতেও পরাজয় নিশ্চিত জেনে নিজেদের রক্ষা করার জন্য অপপ্রচারে নেমেছে বিএনপি। তিনি বলেন,শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নে জনগণ খুশি, এটাই বিএনপির অন্তর্জালার কারণ। মন্ত্রী বলেন দেশে-বিদেশে এখন বিএনপি অপপ্রচার ও ষড়যন্ত্র করছে কর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য, বিএনপি নেতারা হাঁকডাক দিচ্ছে কিন্তু তাদের আন্দোলনের ডাকে জনগণের পক্ষ থেকে কোনো সাড়া নেই। টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে পদ্মা-মেঘনা-যমুনায় জোয়ার আসবে না বলে তিনি মন্তব্য করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com