আশরাফুল আলম হত্যা মামলা এখন হাইকোর্টে
পীরগঞ্জ(রংপুর) বজ্রকথা প্রতিবেদক।-রংপুরের পীরগঞ্জ উপজেলাধীন চতরা ইউনিয়নে সংগঠিত আশরাফুল হত্যা মামলার রায়ে পুরোপুরি সন্তোষ্ট না হওয়ায় বাদী হাইকোর্টে আপিল করেছেন। আপিল নম্বর ৬৩০৫ তারিখ ১১/১১/২০২৫ খ্রি:
প্রকাশ,২০১৫ সালের ১৮ জানুয়ারী তারিখে রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের ব্যবসায়ী ,মাইন সার্ভ প্যালেস ওয়াল্টন শোরুমের স্বত্তাধীকারী আশারাফুল আলম নামের এক ব্যবসায়ী সকালে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে রাতের দিকে বাড়ীতে না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন।
এদিকে ১৯/০১/২০১৫তারিখ সকাল ১০ ঘটিকার সময়, আশরাফুল আলমের স্ত্রী মোরশেদা খাতুনের ফোন ০১৭৫৫-১৪৪৫৮৫ নম্বরে তার নিঁখোজ স্বামী আশরাফুল আলম এর ফোন নম্বর -০১৭৪০-৮১৬০০৮ থেকে এক ব্যক্তি ৩ লাখ টাকা মুক্তিপন দাবী করেন এবং টাকা না দিলে তার স্বামীকে তারা মেরে ফেলবে মর্মে হুমকী প্রদান করেন।
এই তথ্য পাবার পর, নিখোঁজ আশরাফুলের পরিবার টাকা জোগাড় করেন এবং অপেক্ষা করতে থাকেন কিন্তু অপহরণকারীরা যোগাযোগ না করায়- পরিবারের যৌথ সিদ্ধান্তে আশরাফুল আলমের স্ত্রী মোছা: মোরশেদা খাতুন ১৯/০১/২০১৫খ্রি: বিকেল ৪ ঘটিকার সময় পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন; যার নম্বর-৭৪৫ ।
অতপর অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ২০/০১/১৫ খ্রি: তারিখ ভোর ৫ ঘটিকার দিকে আবারো মুক্তিপণের টাকা চেয়ে আশরাফুল আলমের স্ত্রী মোছা: মোরশেদা খাতুন এর নম্বরে ফোন করেন এবং জানান টাকা দিলে উক্ত ব্যক্তি তার স্বামীকে ছেড়ে দেবেন, সেই সাথে জানানো হয়, কি ভাবে কোথায় টাকা নিয়ে যেতে হবে কিন্তু বিষয়টি নিয়ে সন্দেহের উদ্রেক হলে, নিখোঁজ আশরাফুল আলম এর ছোট ভাই মোঃ মোতাহারুল ইসলাম, র্যাব -১৩ রংপুরকে বিষয়টি অবগত করেন।
এরপর চতরার আশরাফুল আলম নিখোঁজ হওয়া ও মুক্তিপণ দাবীর বিষয়টি অবগত হওয়ার পর প্রযুক্তির সাহায্য নিয়ে ০২/০২/১৫ খ্রি: তারিখে র্যাব -১৩ ফোন কলের সুত্রধরে ঘটনার সাথে যুক্ত ১। মোঃ আব্দুল খালেক পিতা মোঃ খলিলুর রহমান, সাং গৌরেশ্বরপুর (আশ্রয় কেন্দ্র) থানা -পীরগঞ্জ, জেলা- রংপুর, ২। মোঃ আবু হেনা মোস্তাফা কামাল,পিতা মৃত আলহাজ্ব আব্দুল জলিল মন্ডল, সাং- দাড়িয়া, থানা –নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। বর্তমান ঠিকানা চতরা হাট,পীরগঞ্জ-রংপুর, ও আব্দুল খালেকের স্ত্রী মোছা: নাজনীন নহার আক্তার রিপা সাং- গৌরেশ্বরপুর (আশ্রয়কেন্দ্র) থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর এই তিনজনকে আটক করেন এবং আটককৃত ব্যক্তিদের পীরগঞ্জ থানায় সোপর্দ করেন। সেই সাথে তাদের বিরুদ্ধে এজারসুত্রে মামলা করা হয়। যার নম্বর ০২ তারিখ ০৩/০২/১৫খ্রি:।পরদিন০৪/০২/১৫ খ্রি: তারিখে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায় পুলিশ ১৭/০২/১৫খ্রি: তারিখে আটককৃত ওই ৩ ব্যক্তিকে ৩দিনের রিমান্ডে নিলে আব্দুল খালেকের তথ্য মতে ২৯দিন পর গৌরেশ্বরপুর আশ্রয় কেন্দ্রর সেপেটিক ট্যাঙ্ক থেকে আশরাফুল আলমের অর্ধগলিত লাশ পুলিশ উদ্ধার করে লাশ মর্গে পাঠায়।(চলবে)
Leave a Reply