রংপুর থেকে নিজস্ব প্রতিনিধি।- পানি সম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় উত্তরবঙ্গকে বেশি গুরুত্ব দেন। যত দিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন রংপুর এর উন্নয়ন হবেই। আর রংপুরের উন্নয়নের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজে নিয়েছেন।
রোববার দুপুরে রংপুর নগরীর আলম নগর এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অফিস পরিদর্শনে গিয়ে অফিসের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাÐ নিয়ে মতবিনিময়কালে এসব কথা বলেন উপমন্ত্রী। এসময় তিনি রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক যেকোনো সমস্যা দ্রæত সমাধানের ও নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীবসহ রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও আওয়ামী লীগ নেতবৃন্দ।
এর আগে রোববার সকালে নগরীর আরডিআরএস কনফারেন্স রুমে আঞ্চলিক চর সম্মেলন-২০২১ সাফল্য সম্ভাবনা ও আগামীর অগ্রাধিকার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
Leave a Reply