রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন

এদেশে উগ্রবাদের উত্থান ঘটে বিএনপির হাত ধরেই – ওবায়দুল কাদের

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৮৪ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ১১ ডিসেম্বর ২০২০ শুক্রবার সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত বিভিন্ন ধর্মীয় ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং দেশের প্রতিটি বিভাগীয় সদর দফতরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আশকারা, প্রশ্রয় আর পৃষ্ঠপোষকতা পেয়েই সাম্প্রদায়িক গোষ্ঠী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার মতো ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে আরো বলেছেন, বিএনপি একদিকে মুক্তিযুদ্ধবিরোধী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে, আবার তারা গণতন্ত্রের কথা বলে। তিনি বলেছেন এদেশে উগ্রবাদের উত্থান ঘটে বিএনপির হাত ধরেই। এ সময় সভানেত্রীর কার্যালয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাপা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আখলাকুর রহমান মাইনু, প্রফেসর কামরুজ্জামান, ড.মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, হারুন অর রশীদ, পংকজ সাহা, আমিনুল ইসলাম খান আবু, মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন চৌধুরী, ডা. শেখ ফয়েজ আহমেদ, মিজানুর রহমান, শরিফুল ইসলাম, মিজানুর রহমান বিদ্যুত, অ্যাড. শম্ভুনাথ রায়, মোজাম্মেল হক, মজিবুর রহমান, আমিনুর রশীদ দুলাল, আবদুল বারেক, জয়ন্ত গোপ, আমিনুর রহমান লিটন, জান মোহাম্মদ রাসেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com