রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

এবার সশস্ত্র বাহিনীতে নিয়োগ পাবে সৌদি নারীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৫৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট।- বদলে যাচ্ছে সৌদি আরবের হাওয়া। সেখানে এক সময়ের অবরুদ্ধ নারী এখন প্রাণভরে নিঃশ্বাস নিতে পারবেন। সুযোগটা অবশ্য ২০১৮ সালে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর ওপর বিধিনিষেধ তুলে নেওয়া মধ্য দিয়ে শুরু হয়েছে। এরপর ২০১৯ সালে সৌদি সরকার ঘোষণা দেয়, সশস্ত্র বাহিনীতে নারীদের নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের নারীরা এখন সশস্ত্র বাহিনীতে যোগ দিয়ে হাতে অস্ত্র তুলে নিতে পারবেন। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির জন্য পদক্ষেপটি নেওয়া হয়েছে। বøæমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্য, ল্যান্স করপোরাল, করপোরাল, সার্জেন্ট ও স্টাফ সার্জেন্ট পদে নিয়োগ পাবেন সৌদি আরবের নারীরা। এজন্য অবশ্য আগ্রহী নারীদের নির্দিষ্ট ওজন ও উচ্চতা থাকতে হবে। হতে হবে উচ্চ মাধ্যমিক পাস। তবে তারা বিদেশি নাগরিককে বিয়ে করে থাকলে সশস্ত্র বাহিনীতে অযোগ্য হিসেবে বিবেচিত হবেন। শুধু তাই নয়, শিগগিরই সে দেশের আদালতে নারী বিচারক নিয়োগ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com