কটিয়াদী প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আনসার ও ভিডিপি এর আয়োজনে কোভিড-১৯ টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতামূলক র্যাালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মুজিববর্ষের উদ্দীপন, আনসার ভিডিপি আছে সারাক্ষণ” কোভিড-১৯ মোকাবেলায় আমি টিকা নিয়েছি, সুস্থ্য আছি। কোভিড-১৯ প্রতিরোধে আপনিও টিকা নিন, সুস্থ থাকুন। এই প্রতিপাদ্যে ২৩ ফেব্রুয়ারি সকালে কটিয়াদী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জনসচেতনতামূলক র্যালি কটিয়াদী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুস সালেহীন, উপজেলা কৃষি কর্মকর্তা মুখশেদুল হক, অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদা আক্তার প্রমুখ।
Leave a Reply