কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কটিয়াদীতে ভুয়া সিআইডি সেজে প্রতারনা ও ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করার সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কটিয়াদী থানার পং মসুয়া গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে মিজানুর রহমান মিজান (২৮), নাদিরুজ্জামান এর কামরুজ্জামান (২১), আঃ লতিফ এর ছেলে মাহমুদুল হাসান সৌরভ (২৩)। পুলিশ তাদের নিকট থেকে একটি এপাসি মটর সাইকেল উদ্ধার করেছে। আটককৃতরা গত রবিবার রাত ১০ টার দিকে একটি মটর সাইকেল যোগে কটিয়াদী থানার গচিহাটা রেল গেটে যায়। সেখানে গিয়া গচিহাটা গ্রামের জিহাদ, জনি সবুজ মিয়া নামক তিন যুবককে ডেকে হানিফ মিয়ার চায়ের দোকানে এনে টাকা পয়সা দাবী করিতে থাকে। টাকা পয়সা দাবী করার সময় এলাকার লোকজনকে চুরি হওয়ায় মোবাইল ফোন ক্রয় করার অভিযোগ এনে তাহাদের নিকট থেকে ১৫ হাজার টাকা আদায় করে। পরে রাতে পুনরায় ৩০ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিলে এলাকার লোকজনের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তাহারা ভুয়া বলে স্বীকার করে। এ ব্যাপারে কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়েছে।মামলার তদন্তকারী অফিসার এসআই আসাদুজ্জামান জানান,গ্রেফতার তিনজনকে সোমবার আদালতে সোপর্দ করে তাদেরকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। গেফতারকৃতরা অনেক দিন যাবত এলাকায় প্রতারান মুলক ভাবে গ্রামের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা আদায় করে আসছিল।
Leave a Reply