কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে মাহফুজ মিয়া (২৫) নামে এক যুবককে দাফনের ৪০ দিন পর ময়না তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট এবং পিবিআই এর পরিদর্শকের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। গত শনিবার দুপুর ২টায় উপজেলার চান্দপুর ইউনিয়নের মাগুরা গ্রামের কবর থেকে তার লাশ উত্তোলন করা হয়। মৃত মাহফুজ মিয়া চান্দপুর ইউনিয়নের মাগুরা গ্রামের মতিউর রহমানের বড় ছেলে। মামলার বিবরণে জানা যায়, গত ১৭ এপ্রিল মাহফুজ মিয়াকে সন্ত্রাসীরা পিটিয়ে ধাক্কা দিয়ে চলন্ত এম্বুলেন্সের নিচে ফেলে দেয়। ওই সময় কতক আসামি গুরুতর আহত মাহফুজকে এম্বুলেন্সে তুলে নিয়ে যায় এবং কতক আসামি পালিয়ে যায়। ঘটনার একদিন পর গত ১৮ এপ্রিল রাতে ঢাকা হেলথ কেয়ার হসপিটালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অপর দিকে কটিয়াদী থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম জানান, নিহত মাহফুজ কটিয়াদী থানার মামলা নং-২৯(৯)২০২১ মামলার আসামী থানা অবস্থায় সে ১৮এপ্রিল তারিখে সড়ক দুঘটনায় নিহত হলে তাকে ঐ মামলা থেকে অব্যাহতি দেয়। তাহার মৃত্যুর পর তাহার স্বজনদের আবেদন এর প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে দাফন করা হয়। গত ৩ মে মৃত মাহফুজ মিয়ার মা রোমেনা আক্তার রেনু বাদী হয়ে ১২ জনকে আসামি করে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিকেশন( পিবিআই) কিশোরগঞ্জ এর পুলিশ সুপারকে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার নিবাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতে ভিকটিম মৃত মাহফুজ এর লাশ কবর হতে উত্তোলন পূর্বক সুরতহাল প্রস্তুত ও ময়না তদন্ত সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারও নিবার্হী ম্যাজিষ্ট্রেট জ্যোতিশ্বর পাল জানিয়েছেন, আদালতের নির্দেশে পিবিআই এর পরিদর্শক মো. রমিজ উদ্দিন ও স্থানীয় পুলিশের উপস্থিতিতে শনিবার দুপুর ১২টার দিকে নিহত মাহফুজের লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply