কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে নিদন মিয়া (৫০) নামে এক টমটম চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত পুত্র। শুক্রবার দিবাগত রাত ১২:৩০ টার দিকে পৌর এলাকার দড়ি চরিয়াকোনা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এছাড়া ঘাতক পুত্র হৃদয়কে আটক করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার রাতে চরিয়াকোনা স্বনির্ভর বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন নিদন মিয়া। ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে ১০০ গজ পশ্চিম দিকে ইদ্রিস মিয়ার ধান ক্ষেতের নিকট আগে থেকে ধারালো অস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকা পুত্র হৃদয় মিয়া এলোপাথারী কুপিয়ে তার পিতাকে মারাত্মক ভাবে জখম করে পালিয়ে যায়। এ সময় ধারালো অস্ত্রটি ধানক্ষেতে ফেলে রেখে যায়। নিদন মিয়া গোঙানির শব্দে আশপাশের লোকজন ছুটে গিয়ে মারাত্মক জখম অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিদন মিয়ার ছোট ভাই রতন মিয়া বলেন, মাদকের টাকার জন্য ঘাতক হৃদয় প্রায় সময়ই মা-বাবার কাছে মোটা অংকের টাকা দাবি করতো। না দিলে জিনিসপত্র ভাঙচুর করতো আগুন ধরিয়ে দিতে এবং মারধর করার ভয়ভীতি দেখাতো। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদত হোসেন বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটি জব্দ করা হয়েছে। আটকৃত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করায় তার জবানবন্দি কাঃবিঃ আইনের ১৬৪ ধারায় লিপিবদ্ধ করার আবেদন জানিয়ে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এই ব্যাপারে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply