কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বর্ণের চেইন চুরি করতে গিয়ে ৮ জন নারী চোর ধরা পড়েছে। আজ বুধবার দুপুরে আকলিমা নামের এক নারীর গলা থেকে চেইন চুরি করে পালিয়ে যাওয়ার সময় তাদের স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে সোর্পদ করে। আটককৃতরা হলেন, মুসলিমা আক্তার (২২), আলমা আক্তার (৩৫), করম চাঁন (২০), জরিনা বেগম (৪০), সুমা (২৫), ফারজানা আক্তার (২১), রাবেয়া আক্তার (৩৬), নূর জাহান (২৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। জানা গেছে, বুধবার দুপুরে জনৈকা আকলিমা ও তার মা সুজেনা খাতুন কটিয়াদী কলেজ রোড থেকে অটোরিক্সা যোগে বাসস্ট্যান্ড হয়ে বাড়ি ফিরছিলেন। উপজেলা মোড়ে আসার পর চোর চক্রের ৮ জন নারী যাত্রী সেজে ওই অটোরিক্সায় উঠে। এরপর চোর চক্রের সদস্যরা আকলিমার গলা থেকে চেইন চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন সংঘবদ্ধ চোর চক্রের ৮ জন নারী আটক করে পুলিশে সোর্পদ করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারীদের স্বর্ণের অলংকার চুরি করাই ছিল মূলত এই চোর চক্রের পেশা। সাধারণ নারীদের সরলতার সুযোগে তাদের কাছ থেকে হাজার হাজার টাকার স্বর্ণ, মোবাইল, নগদ টাকা হাতিয়ে নিত এই চোর চক্র। এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত মো: শফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদের বুধবার বিকালে আদালথে পাঠানো হয়েছে।
Leave a Reply