কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই দিন পর কটিয়াদী মাতৃছায়া মডেল একাডেমি ও শিকদার ক্যাডেট একাডেমির পরিচালক, রক্তদান সমিতি’র পৃষ্ঠপোষক জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বিল্লাল (৫২) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে পৌরসদরের কামারকোনা এলাকার মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে শফিকুল ইসলাম বিল্লাল পায়ে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। ওইদিনই তাকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
Leave a Reply