কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার রাতে কটিয়াাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (চলতি দায়িত্বে) ডা. হাসনাইন জোবায়ের কবির জানান, গত সোমবার দিন কটিয়াদী মডেল থানার ওসি এমএ জলিলের করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। মঙ্গলবার রাতে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি আমরা জানতে পারি। তিনি বর্তমানে কটিয়াাদী মডেল থানা কম্পাউন্ডে চিকিৎসাধীন। কটিয়াাদী মডেল থানার ওসি এমএ জলিল জানান, সোমবার করোনা পরীক্ষার জন্য কটিয়াাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলাম। মঙ্গলবার রাতে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলে করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানতে পারি। আমার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো। মহান আল্লাহ পাক যেন আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দেন সে জন্য আপনাদের সবার কাছে দোয়া কামনা করছি। এদিকে কটিয়াদী উপজেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ২০৬ জন করোনায় আক্রান্ত হন। সুস্থ হয়েছেন ১৯৪ জন এবং বর্তমানে উপজেলায় ১০ জন আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন ও মৃত্যুবরণ করেছেন ২ জন।
Leave a Reply