ধানের দেশে
আব্দুস সাত্তার সুমন
ধানের দেশে ঘুরতে যাবে
ছোট্ট একটা পরী,
সোনালী ধানের সবুজ স্নানে
ভাসাবে কৃষাণ তরী।
ধানের দেশে মিশে আছে
মায়া ভরা ঘ্রাণ,
মাঠে মাঠে ফসল ফলে
দেখে জুড়ায় প্রাণ।
সেই দেশেতে ঘুরে বেড়ায়
উড়ে বেড়ায় পাখি,
জিন পরী খেলা করে
দেখে জুড়ায় আঁখি।
গোলায় ভরে শস্যে দানা
সুবাস ছড়ায় তাতে,
নবীন প্রবীণ কৃষানেরা
হাত রেখে হাতে।
Leave a Reply