বাংলার মাটিতে
হালিমা সুলতানা
দিগন্ত জুড়ে সোনালি ফসল
আমার বাংলার বুকে।
হাজার নদীর স্রোতের সুরেতে
বাঙ্গালি আছে সুখে।
শাপলা বিলের কমলি ডগায়
শান্তির সুখ পাখি,
দোয়েল, টিঁয়ের মিষ্টি সুরেতে
কোকিল আগলে রাখি।
শিমুল পলাশ আলতা পরায়
হাজার নারীর পায়ে,
শাড়ির ভাঁজেতে স্বপ্ন বুনছে
মুক্ত ময়না গাঁয়ে।
বৃষ্টি ভেজায় রোদের দেখায়
শেয়াল ছেলের বিয়ে,
রুক্ষ দিনের ব্যাঙের বাড়িতে
টুপুর মাথায় দিয়ে।
ছয়টি ঋতুর ছয়টি রূপের
বাহার কোথাও নেই,
স্বর্গ ছোঁয়ার বাংলার মাটিতে
প্রশান্তি আছে সেই!
Leave a Reply