নিজস্ব প্রতিনিধি ।-২৯ মে/২১খ্রি: শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজ-জনতার প্রত্যাশা সংগঠনের আয়োজনে সাবেক আইনমন্ত্রী প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন খসরুর স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরিস্থিতি খারাপ হলে শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা হবে না। করোনার মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে না।
দীপু মনি বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ১৩ জুন থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তিনি বলেন সংক্রমণের হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চাইতে বন্ধ রাখতেই আমরা বেশি এসএমএস পাচ্ছি। নাগরিক সমাজের সভাপতি ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন বিএমএর সভাপতি আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন,আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ ।
Leave a Reply