মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দোকান দখলের অভিযোগ 

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পঠিত
বজ্রকথা প্রতিবেদক।-রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দোকান ঘর অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে দোকান দখল করে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে।
পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীন ও সুষ্ঠ বিচারের আসায় এ বিষয়ে পীরগাছা সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন কাউনিয়া উপজেলার নিজপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী।

তিনি বলেন, ২০১৫ সালে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ নম্বর অসমাপ্ত একটি দোকান ঘর মৃত আব্দুল মান্নানের স্ত্রী ফাতেমা খাতুনের কাছ থেকে দুই লক্ষ ষাট হাজার টাকায় ক্রয় করি। যাহার আলোকে পরবর্তীতে ৩০০ শত টাকার স্টাম্পের মাধ্যমে কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটি দোকান ঘর ভাড়ার চুক্তিনামা সম্পাদন করে দেয়। সেই সুবাদে অসমাপ্ত ঘরটি নির্মাণ কাজ করতে গেলে স্থানীয় বিএনপির প্রভাবশালী নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমানের নেতৃত্বে যুগ্ম সম্পাদক আব্দুর রহিম ও স্থানীয় কাজল মিয়া বাধা এবং হুমকি-ধামকি দেয়।

তিনি আরও বলেন, বর্তমানে তারা বিএনপি নেতা হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে আব্দুল এর নিকট বিক্রি করে দেয়। এর সাথে প্রতিষ্ঠান জড়িত। আমি একজন ড্রাইভার। আমার বাস্তভিটা ছাড়া আর কোন জমিজমা নাই। তারা আমার ২ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে নেওয়া দোকান ঘরটি মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অন্যায়ভাবে লিখে দিতে বলে। যদি লিখে না দেই তাহলে আমাকে তুলে নিয়ে গিয়ে হলেও লিখে নিবে বলে তারা বিভিন্নভাবে ভয়ভীতি হুমকি দিয়ে আসছেন। তারা আমার পরিবারের সকলকে একাধারে মিথ্যা মামলায় ফাসিয়ে দেওয়ার হুমকি দেন।

ইউসুফ আলী বলেন, আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ও জীবন নাশের আশঙ্খকায় আছি। গত ১৩ জুলাই একটি সংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলন করার পরপরই আমার উপর আরো চরমভাবে নেমে আসে হুমকি-ধামকি। আমাকে মাত্র এক ঘন্টা সময় বেঁধে দিয়ে বলে, পূর্বের সংবাদ সম্মেলনে যাদের নাম বলা হয়েছে আবার নতুন করে বিবৃতির মাধ্যমে তাদের নাম না বলার জন্য চাপ প্রয়োগ করে এবং হুমকি দেন তারা। আর যদি না করি তাহলে আমার নামে মানহানীসহ অসংখ্য মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। আর এই কাজটি করছে স্থানীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান।

তিনি বলেন, সরকার প্রধান, প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি। বর্তমানে আমি পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে আছি এবং মানবেতর জীবন যাপন করছি।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান বলেন, আমাকে কেনো এসবের মধ্যে জড়াইছে সেটা সে ভালো বলতে পারবে। আমি সেদিন সেখানে দাড়িয়েছিলাম সেজন্য আমার নাম উঠে এসেছে। আমরা রাজনৈতি করি আমাদের দোষ বেশি।

তিনি আরও বলেন, আমি স্কুলের মাধ্যমে জানতে পারলাম যে, দোকানটি ছিলো কাজলের মায়ের নামে। কাগজ এখনো দেখিনি। প্রথমে ফাতমোর কাছে দোকান কিনছে ইউসুফ পরে আবার ইউসুফ ফাতেমার কাছে বিক্রী করছে।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম বলেন, এই ইউসুফের সাথে আমার ৭-৮ বছরে দেখা হয় নাই। বিগত সরকারের সময়ে তো আমরা ঘরছাড়া হয়েছিলাম। ইউসুফের সাথে আমার ভালো সম্পর্ক। কাজল আমার আত্নীয় হওয়ায় আমার নাম জড়িয়েছে এখানে। আমি এসবের মধ্যে নাই। দোকানটা ডিট করে দিয়েছে স্কুল। সেজন্য অরিজিনাল কোনটা কাগজ সেটা স্কুল বুঝবে।

কাজল মিয়া বলেন, ২০১৫ সালে স্কুলের কাছ থেকে আমার মা দোকান ডিট করে নেয়। ২০১৮ সালে আমি ইউসুফের কাছে ১ লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রী করি। ঠিক এক বছর পরে ইউসুফের স্ত্রী বাচ্চাসহ আমাকে রাস্তায় আটকায় তারা তাদের টাকা ফেরত নেয়। আমার দোকান ঘরে আমি সংস্কার করার জন্য মিস্ত্রী ধরাইছি তখন আসিয়া ইউসুফ দাবি করতেছে। এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসা, সেনা ক্যাম্পেসহ বেশ কয়েক জায়গায় আমার নামে অভিযোগ দিয়েছে তিনি।

এদিকে ভুক্তভোগী ইউসুফ আলীসহ  তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা বিষয়টি সমাধানে অতি দ্রুত সেনাবাহিনী সব প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com