রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

কাশ্মীরে ঠান্ডায় জমে গেছে ডাল লেকের পানি

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৮১ বার পঠিত

প্রচন্ড ঠান্ডায় কাশ্মীরে জমে গেছে ডাল লেকের পানি।  ভারী শৈত্যপ্রবাহে ভারতের একাংশ ঠান্ডায় কাঁপছে। বেশ কিছু এলাকায় পাইপ লাইনের পানিও জমে বরফ হয়ে গেছে। ভারতের বিখ্যাত পর্যটক কেন্দ্র কাশ্মীরের গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে।
তবে কিছুটা বদলেছে দিল্লির আবহাওয়া। ১৮ জানুয়ারি সোমবার সকালে দিল্লির তাপমাত্রা বেড়ে পৌঁছেছে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু এলাকায় তীব্র শীত থাকতে পারে। এছাড়া হরিয়ানা এবং পঞ্জাবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকতে পারে।
১৮ জানুয়ারি সোমবার দিল্লিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দফতর। আবহাওয়া অফিসের মতে, আগামী দুই দিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাপমাত্রা হতে পারে ৮ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
দেশটির আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরপ্রদেশ ছাড়াও উত্তর রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং আসামের কিছু এলাকায় ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়া দিল্লি, হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, বিহার ও সিকিমের কিছু এলাকা এবং পশ্চিমবঙ্গের উত্তর অংশে ঘন কুয়াশা থাকবে।
৩০ বছরের মধ্যে ১৪ জানুয়ারি বৃহস্পতিবার কাশ্মীরের শ্রীনগরে ছিল সবচেয়ে ঠান্ডার রাত। ওই দিনের তাপমাত্রা ছিল মাইনাস ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এতে বরফ হয়ে গেছে,  পর্যটকদের অন্যতম আকর্ষণ ডাল লেকের পানি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com