কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস : কিশোরগঞ্জের কুলিয়ারচরে একই স্থানে দুই গ্রুপের পাল্টাপাল্টি মাহফিল আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে সোমবার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের প্রতাপনাথ বাজারের একই স্থানে আহলে সুন্নত ওয়াল জামাত একদিন এবং কওমিপন্থি ইমাম-ওলামা পরিষদ পালটা তিন দিনব্যাপী মাহফিল অনুষ্ঠানের ঘোষণা দিয়ে প্রচার-প্রচারণা শুরু করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কায় প্রতাপনাথ বাজার ও আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী। যা মঙ্গলবার রাত পর্যন্ত বলবৎ ছিল। প্রতাপনাথ বাজারের একাধিক ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, ধর্মবিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য সৈয়দ মুহাম্মদ সাইফুর রহমান নিজামী শাহ ‘একুশে স্বর্ণপদক’ পাওয়ায় তাকে গণসংবর্ধনা প্রদান এবং সালাতু-সালাম মাহফিল আয়োজন করে ছয়সূতী ইউনিয়ন আহলে সুন্নত ওয়াল জামাত ও আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত। অনেকদিন আগেই এই মাহফিলের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ছয়সূতী ইমাম ওলামা পরিষদ নামে একটি সংগঠন ওই মাহফিল বানচালের উদ্দেশ্যে হঠাৎ একই স্থানে ৭, ৮ ও ৯ মার্চ মাহফিলের ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতাপনাথ বাজার এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়। এ ব্যাপারে যোগাযোগ করা হলে কুলিয়ারচর থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
Leave a Reply