কটিয়াদী প্রতিনিধি।- কিশোরগঞ্জে মিঠামইনে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রিমন মিয়া (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার গোপদিঘী বাজার হাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রিমন মিয়া গোপদিঘী বাজার হাটির হান্নান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে হিন্দু মেয়ে অপহরণ, এলাকায় চুরি ও মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে লম্পট রিমন শিশুটিকে একা পেয়ে কৌশলে তাকে গোপদিঘী উপ-স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে নিয়ে যায়। নির্জন কক্ষটিতে রিমন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে রিমন পালিয়ে যায়। বিষয়টি শিশুটি তার বাবাকে জানালেও সে লম্পট রিমনের নাম জানতো না। শুক্রবার সকালে শিশুটির বাবা শিশুটিকে নিয়ে রাস্তায় হাঁটতে গেলে রিমন সামনে পড়ে যায়। এ সময় শিশুটি রিমনকে সনাক্ত করে। তাৎক্ষণিক শিশুটির বাবা মিঠামইন থানাকে বিষয়টি জানালে এসআই নূরুল হুদা ঘটনাস্থলে গিয়ে লম্পট রিমনকে গ্রেপ্তার করে। মিঠামইন থানার ওসি মো. জাকির রব্বানী জানান, ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে সত্যতা পাওয়ায় নারী শিশু আইনে মামলা রুজুর পর রিমনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply