রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যায় মেয়ের মৃত্যুদন্ড মায়ের যাবজ্জীবন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৫৯২ বার পঠিত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।- কিশোরগঞ্জে স্কুল ছাত্র তোফায়েল হোসেন (১৩) হত্যার ঘটনায় জুয়েনা আক্তার (৩০) নামে এক আসামিকে মৃতুদন্ড এবং তার মা রিনা আক্তার (৫৩) কে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদন্ড এবং যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দেন। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত রিনা আক্তার আদালতে উপস্থিত থাকলেও মৃত্যুদন্ডে দন্ডিত জুয়েনা আক্তার জামিন নিয়ে পলাতক রয়েছে। এ মামলার অপর আসামি রিনা আক্তারের ছেলে রাসেলের ঘটনার সময় বয়স ছিল ১২ বছর। প্রাপ্তবয়স্ক না হওয়ায় শিশু আদালতে তার বিষয়টি বিচারাধীন রয়েছে। রিনা আক্তার জেলার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের দুলাল ভূইয়ার স্ত্রী এবং জুয়েনা আক্তার তার মেয়ে। ২০১২ সালের ১০ই মার্চ রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ গোপীনাথ জিউর আখড়া সংলগ্ন ফুটপাতে স্কুল ছাত্র তোফায়েল হোসেনকে জুয়েনা, তার ছোট ভাই রাসেল (১২) ও মা রিনা আক্তার মিলে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ওই সময় দুলাল ভূইয়া সপরিবারে কিশোরগঞ্জ শহরের বত্রিশ পৌর মহিলা কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় থেকে ফেরিওয়ালার কাজ করতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com