রংপুর থেকে সোহেল রশিদ।- বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং সুস্থ্যতা কামনায় রংপুর মহানগরীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার রাতে নগরীর ২৮ নং ওয়ার্ডের কারমাইকেল কলেজে এই দোয়া মাহফিলের আয়োজন করেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও মহানগর জাসাস সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন। এসময় মহানগর বিএনপির সদস্য রেজাউল ইসলাম লাবলু, শাহিনুল ইসলাম শাহীন, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠন ও বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় তিনি নেতাকর্মী ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন এভারকেয়ার হাসপাতালে। তার সুস্থ্যতা কামনায় আজকের এই আয়োজন। আমি সকলের কাছে চাই, আপনারা সকলে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। তিনি যেন দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। পরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে উপস্থিত নেতাকর্মীদের মতামদের ভিত্তিতে কারমাইকেল কলেজ সেন্টার কমিটি গঠন করা হয়। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply