গাইবান্ধা থেকে জেলা প্রতিনিধি।-আগামী শনিবার বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা সফল করা লক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকালে জেলা বিএনপির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মাইনুল হাসান সাদিক। অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সহ সভাপতি মোন্নাফ আলঙ্গীর, পৌর বিএনপির আহবায়ক শহিদুজ্জামান শহিদ, সদর আসনের নমোনী ও জেলা জিয়া পরিষদের আহ্বায়ক আব্দুল আওয়াল আরজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশররফ হোসেন বাবু,এ্যাড মঞ্জিল মোর্শেদ বাবু,আনিছুজ্জামন নাদিম, সদর বিএনপির সদস্য সচিব মোর্শেদ হাবিব সোহেল,শ্রমিক দলের সভাপতি এ্যাডঃ ফকু,জেলা যুবদলের সিঃ সহ সভাপতি শরিফুল ইসলাম লিপন, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ মোস্তাক,জেলা স্বেচ্ছা সেবক দলের সাধারন সম্পাদক শাহ জালাল খোকন,ছাত্রদলের সাধারন সম্পাদক তারেকুজ্জামান তারেক,জেলা মহিলা দলের সাধারন সম্পাদক মৌসুমি আক্তার তমাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দমন পীড়ন ও দফায় দফায় দ্রব্যর মূল্যর বৃদ্ধির হাত থেকে সাধারন জনগনকে বাঁচাতে সবাইকে এক সাথে রাজপথে নামতে হবে। এই সরকারে কাছে কেউই নিরাপদ নেই। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারে অধীনে দিতে।বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান তারা।
এর পরে নবগঠিত জেলা জিয়া পরিষদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply