ঘোড়াঘাট (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার ২৮ জুলাই/২৫খ্রি:।- রাতে উপজেলার সাতপাড়া বাজারে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩ ঘটিকার সময় বাজারের একটি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হয়েছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি দোকানে।
এই অগ্নিকান্ডের ৫ থেকে ৭টি দোকান পুড়ে ছাঁই হয়ে হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন স্থানীয় দোকানদার মইদুল ইসলাম এলাকাবাসী জানান। তার দোকানে থাকা ৮ থেকে ১০ লক্ষ টাকার মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়। দোকানের ভিতরে সংরক্ষিত রাখা নগদ প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকাও আগুনে ভস্মীভূত হয়েছে বলে তিনি জানান। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার আরও কয়েকজনের দোকা। তাঁদের মধ্যে রয়েছেন রেজাউল ইসলামের ইলেকট্রনিক্স দোকান, ফিরোজ কবির এবং জিহাদর দোকান। প্রত্যেকেরই দোকানে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হওয়ায় আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের কাছে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন।
Leave a Reply