সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

ঘোড়াঘাটে প্রথমবারের মতো অর্থোপেডিক অপারেশন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি ।-দিনাজপুরের ঘোড়াঘাটে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে সফলভাবে অর্থোপেডিক অপারেশন হয়েছে।

১৪ সেপ্টেম্বর/২৫খ্রি:রবিবার সকাল ১০টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অপারেশনটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী। অপারেশনে তার সহযোগী হিসেবে ছিলেন অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আদনান আরাফাত এবং স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকাবৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলা স্বান্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালু হওয়ার পর এই প্রথম অর্থোপেডিক বিভাগের “ক্লোজড ইনট্রা-মেডুলারি নেলিং ইন টিবিয়া” অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। এ ধরনের অপারেশন বড় ধরনের কোনো কাটা-ছেঁড়া ও রক্তপাত ছাড়াই উন্নত যন্ত্রপাতি ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে সম্পন্ন করা হয়। রোগীর বড় ছেলে ওসমানপুরের বাসিন্দা আজাহার আলী জানান, “প্রায় সাড়ে তিন মাস আগে এক সড়ক দুর্ঘটনায় আমার বাবার পা ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসার জন্য আমরা ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। পরে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়।

সর্বশেষ আবার ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এই অপারেশন সম্পন্ন হয়। এতে ভোগান্তি ছাড়াই স্বল্প খরচে চিকিৎসা নিতে পেরে আমরা খুবই আনন্দিত। উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশন হলে অনেক মানুষ উপকৃত হবে।” ডা. সোলাইমান হোসেন মেহেদী জানান, “উপজেলা পর্যায়ে অর্থোপেডিক সার্জারিকে অনেক সময় জটিল ও ব্যয়বহুল বলে মনে করা হয়। কিন্ত‘ আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের সমন্বয়ে আমরা প্রমাণ করেছি, উপজেলা পর্যায়েও জটিল অপারেশন সম্ভব।” তিনি আরও বলেন, “বর্তমানে ডাক্তার ও অ্যানেস্থেসিওলজিস্টের ঘাটতির কারণে সব সময় এ ধরনের অপারেশন সম্ভব হয় না। তবে শিগগিরই জনবল সংকট কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে। তখন নিয়মিতভাবেই এই ধরনের অপারেশন করা সম্ভব হবে। এই সাফল্যের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবিষ্যতে আরও উন্নত ও জটিল চিকিৎসা সেবা চালুর আশা করছি।” উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশন সম্পন্ন হওয়ায় স্থানীয়দের চিকিৎসা ব্যয় এবং সময় উভয়ই সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।স্থানীয়ভাবে এমন একটি গুরুত্বপূর্ণ সার্জারি সফলভাবে সম্পন্ন হওয়ায় রোগী ও তার পরিবার যেমন সন্তুষ্ট, তেমনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মীরা এটিকে “ঘোড়াঘাটবাসীর জন্য একটি নতুন দিগন্তের সূচনা” হিসেবে দেখছেন। উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী ঘোড়াঘাটসহ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি অপারেশন ও নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com