মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

ঘোড়াঘাটে বাকপ্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

ঘোড়াঘাট  (দিনাজপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে বাকপ্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরন করলেন উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন। তিনি তার ইউনিয়নের বাকপ্রতিবন্ধী, যারা পরিবার ও সমাজের কাছ থেকে প্রায়ই উপেক্ষিত হন, তাদের হাতে উপহার হিসেবে শীতবস্ত্র (জ্যাকেট) তুলে দিয়েছেন।

শনিবার ৬ ডিসেম্বর  সকালে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মোট ১০ জন বাকপ্রতিবন্ধীদের মাঝে এই শীতবস্ত্র জ্যাকেট উপহার দেওয়া হয়। উপহার হিসেবে জ্যাকেট পেয়ে প্রতিবন্ধীদের মুখে আনন্দের ছাপ ছিল স্পষ্ট। তারা অনেকে ইশারায় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞত প্রকাশ করেন। সেবা নিতে আসা স্থানীয়রা জানান, চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন শুধু এই শীতে নয়, চেয়ারম্যান হওয়ার পর থেকে প্রতি শীতে প্রতিবন্ধীদের নিয়মিত খোঁজখবর রাখেন। তাদের সমস্যা, দুঃখ, আনন্দ সবকিছুই তিনি মনোযোগ দিয়ে শোনেন এবং সামর্থ্য অনুযায়ী সবসময় তাদের পাশে দাঁড়ান। এ প্রসঙ্গে চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, “এরা আমার ইউনিয়নের মানুষ। সমাজের সবচে সমাজে অসহায় অবহেলিত অংশটি হলো প্রতিবন্ধীরা। তাদের আনন্দই আমার আনন্দ। যতটা পারি, আমি সবসময়ই এদের পাশে থাকব। জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের অভিমত, জনপ্রতিনিধিদের সামান্য মনোযোগও প্রতিবন্ধী মানুষের জীবনে বড় পরিবর্তন ও স্বন্তি আনতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com