সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

চতরা ইউনিয়নের মাসুদ মিয়া মনোনয়ন প্রত্যাশি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৬ বার পঠিত

এস এ মন্ডল।- রংপুর জেলায় পীরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন ১৪ নং চতরা। চতরা ইউনিয়নটি এখানকার প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র ‘চতরা হাট’কে কেন্দ্র করেই পরিচিতি পেয়েছে। বর্তমানে এই ইউনিয়নে রাজনৈতিক দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ইউনিয়নে আওয়ামী লীগপন্থি সক্রিয় নেতার মধ্যে অন্যতম নেতা হচ্ছেন মাসুদ মিয়া। মাসুদ মিয়া বর্তমানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। বিগত ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য, চতরা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য, রংপুর জেলা তাঁতি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু গবেষণা সংসদ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছেন। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা মার্কা প্রতীকে মনোনয়ন পাওয়ার প্রত্যাশ করছেন মাসুদ মিয়া। তিনি বজ্রকথাকে জানিয়েছেন, চতরা ইউনিয়নকে আলোকিত ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান । চতরা হাটের উন্নয়ন করতে চান। এই এলাকায় ব্যবসা বানিজ্যের প্রসার ঘটাতে চান। মাসুদ মিয়া জানান, চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করাসহ চতরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমতার ভিত্তিতে উন্নয়ন করবেন। তিনি জানিয়েছেন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রেখেছেন।মাসুদ মিয়া বলেন, আমি নির্বাচিত হতে পারলে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থাকে গুরুত্ব দিবো। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিবো। রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ মন্দির, গীর্জা শিক্ষা প্রতিষ্ঠান, আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের পাশাপাশি বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করব। নারী ও শিশু নির্যাতন, পাচার, সন্ত্রাস, বাল্যবিয়ে এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। সর্বোপরি সকলের সহযোগীতায় আমার ইউনিয়নকে একটি আলোকিত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com