মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

চাঁদাবাজির মামলায় শর্তসাপক্ষে জামিন পেলেন করাত কাশেম

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২০৪ বার পঠিত
গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বহুল বিতর্কিত ফেসবুক আইডি ‘করাত কাশেম’-এর অ্যাডমিন মওদূদ আহমেদকে চাঁদাবাজির মামলায় শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত।
  বুধবার, ৬ আগস্ট/২৫খ্রি: দুপুরে জেলা জজ আদালতের একজন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, সুচিকিৎসার প্রয়োজনে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। জামিনের প্রধান শর্ত হলো, ভবিষ্যতে যদি ‘করাত কাশেম’ বা অন্য কোনো ফেসবুক পেইজ বা আইডি থেকে কোনো ধরনের মানহানিকর পোস্ট করা হয়, তাহলে তার জামিন বাতিল করে তাকে পুনরায় জেল হাজতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই-২৫ তারিখে দুপুরে পলাশবাড়ী শহীদ মিনারের সামনে চাঁদাবাজির টাকা দাবি করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হন মওদূদ। এই ঘটনায় পলাশবাড়ী পৌরসভার একজন ভুক্তভোগী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ সেই মামলাতেই মওদূদকে গ্রেফতার করে।
মওদূদকে গণধোলাই এবং পুলিশ কর্তৃক গ্রেফতারের পর প্রাথমিকভাবে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তবে পরবর্তীতে একের পর এক চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং এবং মানহানিকর খবরের বাস্তব তথ্য তুলে ধরা হলে নেটিজেনরা তার অন্য এক বিতর্কিত রূপ দেখতে পান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com