পীরগঞ্জ রংপুর বজ্রকথা প্রতিনিধি।- গত ২১ জুলাই ২০২৫ তারিখে জাহাঙ্গীরাবাদ দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি মোঃহায়দার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ রেজাউল কবির প্রধান, সহকারী প্রধান শিক্ষক জনাব আতিকুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক অজিত কুমার সরকার, শাহ্ মোঃ জাহেদুল আলম, পরিমল চন্দ্র বর্মনসহ সকল শিক্ষক, শ্রেণি শিক্ষক ও পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল ছাত্র-ছাত্রীদের শিক্ষা ঘাটতি, আচরণগত দিক ও অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উন্মুক্ত মতবিনিময় এবং দায়িত্ব সচেতনতা বৃদ্ধি।
প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের যে কোনো ব্যর্থতা শুধু ছাত্র বা শিক্ষকের নয়, বরং সেটা আমাদের সম্মিলিত সমাজব্যবস্থার প্রতিফলন। তাই এই সমাবেশের মাধ্যমে আমরা একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে চাই।”
তিনি আরও বলেন—
“আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আমরা আর ঝুঁকি নিতে পারি না। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বর্তমান সামাজিক অবস্থান ও প্রেক্ষাপট আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে, শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক—এই তিন পক্ষের পারস্পরিক সহযোগিতাই শিক্ষাজীবনের প্রকৃত সাফল্যের চাবিকাঠি।”
অনুষ্ঠানে অভিভাবকরাও খোলামেলা মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনেকেই বিদ্যালয়ের উদ্যোগকে সাধুবাদ জানান এবং সন্তানদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
সর্বশেষে ধন্যবাদ জ্ঞাপন করে এক গভীর প্রত্যয়ের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে। শিক্ষক ও অভিভাবকদের এই সমঝোতা আগামী দিনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন সকলে। সমাবেশে অভিভাবকরাও সন্তানের অনুন্নতির পেছনে নিজেদের দায়িত্ব স্বীকার করে ভবিষ্যতে আরও সচেতন হওয়ার প্রতিশ্রুতি দেন। তারা বিদ্যালয়ের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান।
Leave a Reply