বজ্রকথা ডেক্স।- জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু। ২৬ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এক সাংগঠনিক আদেশে তাকে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এমপি এক সাংগঠনিক আদেশে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে পার্টির মহাসচিব হিসাবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য যে, জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব হিসাবে মশিউর রহমান রাঙ্গা এমপি’র স্থলাভিষিক্ত হবেন।
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ ২৬ জুলাই ২০২০ থেকে কার্যকর হবে। সাবেক এরশাদ সরকারের মন্ত্রী জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু মহাসচিব মসিউর রহমান রাঙ্গার স্থলাভিষিক্ত হলেন। জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এর আগেও জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম-৯ আসনের সাবেক এমপি বাবলু আশির দশকে ডাকসুর জি এস, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ঢাবি সিনেটের সদস্য ছিলেন।
Leave a Reply