রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন

ঝাড়খন্ড রাজ্যের আদিবাসীদের নতুন ধর্ম সার্না

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৬৮ বার পঠিত

ভারতের ঝাড়খন্ড রাজ্যের আদিবাসী সমাজের জন্য আলাদা ধর্মের স্বীকৃতি দাবি করে বিধানসভায় একটি প্রস্তাব পাস হয়েছে। নতুন ধর্মটির নাম ঠিক করা হয়েছে সার্না।
ভারতে বসবাসরত আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে ধর্মীয় রীতিনীতিতে কিছু পার্থক্য থাকলেও তারা প্রকৃতি পূজারী। আদিবাসী সম্প্রদায়ের লোকজনের দাবি, অনেক আগে আদম শুমারির সময় তারা নিজেদের ধর্ম উল্লেখ করার সুযোগ পেতেন। তবে স্বাধীনতার পর থেকে শুধু হিন্দু,মুসলমান,খ্রিস্টান,শিখ, বৌদ্ধ ইত্যাদি প্রধান ধর্মগুলোর মধ্যেই একটাকে বেছে নেওয়ার অপশন রাখা হয়। সেসব দেখে ঝাড়খন্ড রাজ্যে দীর্ঘদিন ধরে তা বদল করার দাবি উঠেছে।
জানা গেছে, ঝাড়খন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন প্রস্তাবটি করেছেন। তিনি বলেছেন, ভারতের কেন্দ্রীয় সরকার বিষয়টি মেনে নিলে ২০২১ সালের জনগণনা ফরমে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি প্রধান ধর্মের সঙ্গে সার্না ধর্মের নামও উল্লেখ করা থাকবে।আদিবাসীদের ধর্মগুরু বন্ধন টিগ্গা বলছেন, ছয়টি ধর্ম দিয়ে জনগণনার সময় ভারতের নাগরিকদের পরিচিতি নথিভুক্ত করা হয়। কিন্তু এর বাইরেও আমরা তপশিলভুক্ত জনজাতি।তিনি আরো বলেন, আদিবাসীরাও ভারতের বাসিন্দা। কিন্তু আমাদের কোনো ধর্মীয় পরিচয় লেখা থাকে না। আমরা প্রকৃতির পূজারী, আমাদের ধর্মের নাম সার্না।
সূত্র: বিবিসি বাংলা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com