সৈয়দ রায়হান বিপ্লব, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের রামপুর গ্রামের ঝোরারঘাট তরুণ সংঘ আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয় ।
খেলা উপলক্ষে পীরগঞ্জ উপজেলার আশ পাশের বিভিন্ন এলাকা থেকে ৮টি ‘তান্ত্রিক’ দল অংশ নিতে আসে ‘গ্রামীণ ঐতিহ্যবাহী পাতা খেলা’ প্রতিযোগিতার প্রথম দিন ।
শনিবার ২০ ডিসেম্বর বিকেল ৩ ঘটিকার সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । পাতা চালা খেলায় স্পন্সর ছিলেন পলি প্রেস ও মাসিক তুবা সংবাদ ।
ঝোরারঘাট তরুণ সংঘ আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মামুন অর রশিদ বাদল, সদস্য সচিব সূর্য মিয়া । পীরগঞ্জ উপজেলার বিএনপির নেতা আশরাফুল আলম বাবুল সরকার । ঝোরারঘাট তরুণ সংঘের সভাপতি রাহিনুর জামান রাসেল, সহ-সভাপতি অন্তর রহমান ও আলামিন। সাধারণ সম্পাদক শাহরিয়ার নিরব, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিব । সদস্য মোঃ রিয়াদ, মোঃ রাব্বি, আল রিয়াদ । পীরগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি আব্দুর ছালাম ও সাধারণ সম্পাদক একরামুল । লাখু মিয়া, ৯নং ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক কর্নেল মিয়া, শামীম সরকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল সরকার ৷ পীরগঞ্জ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ । আরও উপস্থিত ছিলেন মাসিক তুবা সংবাদ, পলি প্রেস এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব ।
Leave a Reply