টাকার প্রভুত্ব আর মানুষের অভাব
লেখক– রাজু আহমেদ
এই সমাজে অনেক অযোগ্যতা–অক্ষমতা টাকা দিয়ে ঢাকা যায়! শূন্যপুরের দুপুরও মেকআপে সাজানো সম্ভব! নষ্ট সমাজ কি না! উদাহরণ চান? যে মেয়েটার কোনোভাবেই বিয়ে হচ্ছিল না, সেই মেয়েটা ক্যারিয়ার গড়লে পাত্রপক্ষ লাইন ধরে! অমানুষ স্বামীর শরীর ও সামর্থ্যের ঘাটতিও অর্থের দাঁড়িপাল্লায় পূরণ হয়ে যায়। তবে মানুষের অভাব,ভালো মনের অভাব,কোনো কিছুর মাধ্যমেই পূরণ হয় না। যার ব্যবহার খারাপ, কথা বাঁকা, আর বোঝে ত্যাড়া—তার সঙ্গে তোয়াজ নেওয়াজ হয় বটে কিন্তু মনে অনেকে মানে না। সে সংশয়ে থাকে, সন্দেহ করে এবং গোপনে বিশ্বাস ভাঙে।
টাকার ক্ষমতা আছে—সে কার্য উদ্ধার করতে পারে, কাউকে হাসাতে বা কাঁদাতেও পারে। এমনকি ক্ষুধাও মেটাতে পারে। তবে স্বস্তি দিতে পারে না! প্রশান্তির জন্য লাগে অন্য চিকিৎসা। অল্পে তুষ্ট হওয়ার গল্প না জানলে, রুষ্ট ভাবাপন্ন মন ফিরে না এলে, দুঃখ তাকে ছাড়ে না। একজন সৎ মানুষের অভাব সহস্র কোটি টাকা দিয়েও পূরণ হবে না। মনের মানুষ সম্পদ দিয়ে পাওয়া যায় না। যে বিশ্বাস রক্ষা করে, তাকে পয়সা দিয়ে কেনা যায় না। দেশপ্রেম কিংবা দশের ভালো যার মনে লালিত থাকে, তাকে ক্ষমা কিংবা লোভের কাছে নত হতে দেখবেন না।
পয়সা এখন প্রভু—সমাজের অনেকের মনে এই বিশ্বাস পাকাপোক্ত করা হয়েছে। যে কাজ কথায় হয় না, তা টাকায় হতে দেখি। সুরম্য অট্টালিকা, বিলাসবহুল জীবন আর অভিজাত এলাকায় থাকতে গেলে পয়সা লাগে। এই সমাজ পাগলের জীবনকে সুষ্ঠু জীবনের স্বীকৃতি দিতে নারাজ, তবে পাগল শুতে গেলেই ঘুমিয়ে যায়! যার পয়সা আছে তার অনেক কিছু খেতে লোভ হয় কিন্তু পাকস্থলী নিতে পারে না!
সুখ আসলে কীসে? অল্প অল্প করে দুইয়ের সমন্বয় হলে বেশ হতো!যে যা চায়, সে সেটা সামান্যই পায়! তবে যে পরিশ্রম করে, চেষ্টা করে এবং অদৃশ্যের কাছে প্রার্থনা করে, সে অল্প হলেও পায়। সুখ কেমন তা অসুখে না পড়লে উপলব্ধি করা কঠিন। কত কিছুই তো অর্থ–সম্পদ দিয়ে সুরাহা হচ্ছে না;হাজার কোটি টাকা থাকা সত্ত্বেও অজ্ঞাত রোগে অকালে মৃত্যু! কেউ কেউ তো কারণ ছাড়াও চলে যায়। সব ব্যাপারে প্রশ্ন তোলা যায় না বটে, তবে হাটে যা বিক্রি হয় সব উপকারী নয়। দেখতে চাকচিক্য মনে হলেও অনেক কিছু থেকে নিজেকে সংবরণ করতে হয়। ঐশ্বরিক ও মানবিক ধর্মের সীমানায় না থাকলে অধর্ম ঘটবেই।
পরিশ্রম করলে পয়সা হবে, তবে সুখ আসবে সবরে। সার্টিফিকেটধারী শিক্ষা কাউকে অমানুষও বানায় কিন্তু স্বশিক্ষিত মানুষ নতুন সভ্যতার স্রষ্টা। ভালো মানুষ হওয়া, ভালো আচরণ করা এবং সুন্দর কথা বলার নিজস্ব ওজন আছে। অর্থ যদি অনর্থে অপব্যয় হয়, তবে ধ্বংস শিরোধার্য করবে। নিজেকে প্রশ্ন করুন—দায়িত্ব কী? সমাজ ও রাষ্ট্রের প্রতি দায় ও ঋণ কতখানি? পরিবারের বন্ধন রক্ষার জন্য সেক্রিফাইসের সীমানা কতদূর নিতে হবে? একা বাঁচার নাম জীবন নয়। সমাজের কু–রীতি ও দুর্নীতি পরিবর্তনের জন্য অল্প অল্প হলেও চেষ্টা করতে হবে। দুনিয়াটা কেবল টাকা ওয়ালাদের নয়—মানুষের, সব মানুষের।
Leave a Reply