ছাদেকুল ইসলাম|- তরুণ কবি ও সাংবাদিক হিসেবে বিশেষ অবদানের জন্য শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতিপদক পেলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুদীপ্ত শামীম।
ঈদুল আজহার ২য় দিন সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি এ সম্মাননা প্রদান করেন। সাংবাদিক শামীম উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. হায়দার আলী সরকারের ছেলে ও ঢাকা থেকে প্রকাশিত মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল ‘আগামী নিউজ’-এর জেলা প্রতিনিধি ও ভিন্ন মাত্রার দৈনিক ‘খোলা কাগজ’ পত্রিকার সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি।
উপজেলার হরিপুর-চিলমারী তিস্তা সেতুর দক্ষিণ প্রান্তে লেখক আড্ডা ও তিস্তা সংগীত একাডেমির ব্যবস্থাপনায় ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতিপদক প্রদান, ঈদ পূণর্মিলনী, সাংস্কৃতিক উৎসব ও বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম পিপিএম।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হরিপুর-চিলমারী তিস্তা সেতুর স্বপ্নদ্রষ্টা আ ব ম শরিয়তুল্যাহ্ মাস্টার।
শোভাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) প্রিন্সিপাল (অব.) রিসার্চ ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওয়াহেদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. নবুয়ত হোসেন সরকার।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. আবুল হোসেন, আহম্মদ অলী সরকার স্মৃতি সংঘের নির্বাহী পরিচালক এবিএম নুরুল আখতার মজনু, শিবরাম আলহাজ্ব মো. হোসেন স্মৃতি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ গোলাম আজম খাঁ, শোভাগঞ্জ মহিলা মডের কলেজের অধ্যক্ষ মুবিনা হামিদ, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, আলহাজ্ব সেলিমা হোসেন মাধ্যমিক ও কারিগরি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আব্দুল মালেক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জামিউল আহম্মেদ, নদী বাঁচাও-তিস্তা বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম সাজু, কবি হোসেন ফারুক, নুর আলম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকতা, নারী উদ্যোক্তা, যুব সংগঠক, শিক্ষা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৫ গুণীজনকে শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ স্মৃতিপদক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Leave a Reply