রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

তুরস্কে ভূমিকম্প নিহত ৩৯ আহত ৮৮৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২৫৮ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- তুরস্কের সৈকত নগরী ইজমিরে ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এ পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছে বলে খবরে জানা গেছে। এ ছাড়া এই ভূমিকম্পে আহত হয়েছেন ৮৮৫ জন। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা বলেছে, শুক্রবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তুরস্কের ইজমির প্রদেশে। এই ভুমিকম্পে পার্শ্ববর্তী অ্যাথেন্স এবং ইস্তম্বুলেও কম্পন অনুভূত হয়েছে। এতে ইজমির শহরের অন্তত ২০টি বহুতল ভবন ধসে পড়েছে। ইজমির শহরে ভেঙে পড়া কংক্রিটের টুকরোর মধ্য থেকে মানুষজনকে টেনে বের করেন ত্রাণকর্মীরা । তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেন, ইজমির ভূমিকম্পের পরে ২৪৩ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে আটজন নিবিড় পরিচর্যায় আছেন এবং তিনজনের অবস্থা গুরুতর। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান জানিয়েছেন,সমন্বিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সরকারি সব প্রতিষ্ঠান কাজ করেছে ।তিনি বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের নাগরিকদের সঙ্গে আমরা আছি। সম্ভাব্য সবকিছু করার জন্য সমবেতভাবে সবাই অংশ নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com