দিনাজপুর প্রতিনিধি-। দিনাজপুরের সদর উপজেলা মৎস্যজীবী লীগ ৪নং শেখপুরা ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে শুক্রবার দিনাজপুর সদর উপজেলা মৎস্যজীবী লীগ কর্তৃক আয়োজিত কিষান বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ৪নং শেখপুরা ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, দিনাজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক অ্যাডভোকেট সারওয়ার আহমেদ বাবু।
দিনাজপুর সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও সদস্য সচিব দূর্জয় কুমার রায় জয়-এর পরিচালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি ৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনীর উদ্দীন আহমেদ, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টু, দিনাজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে কার্তিক চন্দ্র রায়কে সভাপতি এবং তহিদুল ইসলাম বকুলকে সাধারন সম্পাদক করে ৪৮ সদস্য বিশিষ্ঠ ৪নং শেখপুরা ইউনিয়ন মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি মো: মমিনুল ইসলাম কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন।
Leave a Reply