নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে দিনাজপুর আওয়ামী লীগ। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও তাঁতী লীগ উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করে।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ কন্যা, গণতন্ত্রের মানসকন্যা, মানবতার নেত্রী, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকে শহরের বাসুনিয়াপট্টিস্থ দলীয় কার্যালয়ে দিনাজপুর শহর ও সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে বেলা সাড়ে ১১টায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত শেষে এক আলোচনা সভায় শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফরিদুল ইসলাম, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের সা. সম্পাদক খালেক্জ্জুামান রাজু, কোতয়ালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম।
এসময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম খালেক্জুজামান রাজু এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, কোতয়ালী আওয়ামী লীগের সহ সভাপতি জহুরুল ইসলাম, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী শাহ, এ্যাড শামিম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জ্যামী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মোহাম্মদ হাসিম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রভাষক মাহমুদুল হক কোরায়শি দুলাল, মহিলা বিষয়ক সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী এবং সকল অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এরপর একইস্থানে শহর ও কোতয়ালী স্বেচ্ছাসেবক লীগ, বিকেলে সাড়ে ৩টায় তাঁতী লীগ এবং সন্ধ্যায় ৬টায় জেলা, শহর ও কোতয়ালী যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কাটেন স্বস্ব সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন স্ব স্ব প্রতিষ্ঠান ও সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply