নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
৩০ নভেম্বর সোমবার বিকেল ৫টায় দিনাজপুর জেলা ও শহর যুবলীগের যৌথ আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের বাসুনিয়াপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ প্রমুখ।
এসময় শহর যুবলীগের নেতাকর্মীসহ ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply