নিজস্ব প্রতিবেদক।- উৎসবমুখর পরিবেশে দিনাজপুর পৌর যুবলীগের অন্তর্গত ৯নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকেলে দিনাজপুর শহরের উপশহর বাজারে পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামিম আলম সরকার বাবু। প্রথম অধিবেশনে ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।
এছাড়াও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ওয়াহিদুর জামান রয়েল এর সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হাসিনা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান ভুট্টো, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ আলী বিশ^াস, সহ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইদি আমিন ফ্রান্সিস, মুস্তা হাসান মিঠুন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা মাসুদ আলম, পৌর যুবলীগের সহ সভাপতি সিরাজুস সালেকিন রানা, সাংগঠনিক সম্পাদক শুভ ঘোষ।
এরপর দ্বিতীয় অধিবেশন পৌর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান ৯নং ওয়ার্ড যুবলীগের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করেন।
Leave a Reply