মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন

ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়নকারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই – গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ২১১ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ধর্মের ব্যাখ্যা দিয়ে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন কারীদের বাংলাদেশে বসবাসের কোন অধিকার নেই। কারণ সুযোগ পেলেই তারা স্বাধীনতার চেতনায় আঘাতের চেষ্টা করে। একাত্তরের পরাজিত শক্তিরা বর্ণচোরার মত লুকিয়ে আছে। স্বাধীনতার বিরুদ্ধে এদের অবস্থান এমন একটি পর্যায়ে উপনীত হয়েছে যে এদের ক্ষমা অনুকম্পা প্রদর্শনের আর কোনো সুযোগ নেই। এখনই সময় এদের সমূলে উৎপাটন করা। মুজিব শতবর্ষের উপহার হিসেবে ২২ মে ২০২১ শনিবার বিকেলে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪২ লাখ টাকা ব্যয়ে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধনকালে এমপি গোপাল বক্তব্যে এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোপালদেব শর্মাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে ৯ লাখ টাকা ব্যয়ে পশ্চিম রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ লাখ টাকা ব্যয়ে দক্ষিন লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ লাখ টাকা ব্যয়ে মাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত বাউন্ডারি ওয়ালের উদ্বোধন করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com