সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

নোয়াগাঁও গ্রামে যারা হামলা করেছে তারা দেশের জাতির শত্রু ও স্বাধীনতা বিরোধী – ধর্ম প্রতিমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ২২২ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন,‘ নোয়াগাঁও গ্রামে যারা হাামলা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু ও স্বাধীনতা বিরোধী। এরা কোনে রাজনৈতিক দলের সদস্য হতে পারে না। এরা সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত। ‘তিনি বলেন,’ একটি কুচক্রী মহল ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে নোয়াগাঁও গ্রামে হামলা করেছে, ভাংচুর করেছে, লুটপাট করেছে। এটি একটি কলংকজনক অধ্যায়। এই ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না। সরকার নোয়াগাঁও গ্রামবাসীর পাশে আছে, থাকবে।’প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যখন বিদেশি অতিথিরা যখন বাংলাদেশে আসছে তখন যারা স্বাধীনতা চায় না, বাংলাদেশ চায় না তারাই তারা এই ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশের স¤প্রীতি রক্ষায় মিলেমিশে চলাফেরা করতে এদের রোখতে হবে। নোয়াগাঁও গ্রামের যাতে কেউ ফুলের টোকা না দিতে পারে সেলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও গ্রাম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। পরিদর্শন শেষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে নোয়াগাঁও গ্রামের ১৩০টি পরিবারকে ৩০ কেজি চাল ও ৯০ টি পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা তোলে দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। নগদ অর্থ সহায়তা বিতরণ উপলক্ষে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিনিধি মো. ফরিদুল হক খান। সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল, সুুুুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ.হামিদ জমাদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. দিলীপ কুমার ঘোষ,সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, শাল্লা উপজেলা পরিষদেও চেয়ারম্যান আল আমিন চৌধুরী, কেন্দ্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com