ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পবিত্র ধর্মকে নিয়ে রাজনীতি করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অদম্য ও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সেই সাথে প্রত্যেক গ্রামকে শহরে পরিণত করা হচ্ছে যাতে মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পায়। এই উন্নয়নে কেউ বাঁধা সৃষ্টি করলে পরিমাণ শুভ হবে না। ৩০ মার্চ মঙ্গলবার বিকেল ৫ টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের নব-নির্মিত কমপ্লেক্স ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এমপি গোপাল আরও বলেন, শেখ মুজিবের সোনার বাংলাকে নিয়ে ফের ষড়যন্ত্র শুরু করেছে সেই পাকিস্তানের রয়ে যাওয়া কিছু প্রেতাত্মারা। যারা আজ হেফাজত, জামায়াত-শিবির নামে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আজকে সেই অসা¤প্রদায়িক বাংলাদেশে সেই সা¤প্রদায়িক গোষ্ঠীরা আবারো ফণা তুলছে। কিন্তু তারা বাঙালির আসল চেহারা এখনো দেখেনি। বাঙালি যদি ফণা তুলে দাঁড়ায় তাহলে তারা এবার আর রক্ষা পাবে না। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম ফারুক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মীরা মাহবুব, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেব নাথ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বাবুল, মুকুন্দপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি পুরণ চন্দ্র রায়, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন প্রমুখ।
Leave a Reply