ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধার পলাশবাড়ীতে বাম গণতান্ত্রিক জোটের আয়োজনে ‘মহান দার্শনিক কার্ল মার্কস এর জীবন, দর্শন ও তাঁর প্রাসঙ্গিকতা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ শনিবার দিনব্যাপী পলাশবাড়ী পৌরশহরের কোহিনুর মার্কেটের দ্বিতীয়তলায় সেমিনার অনুষ্ঠিত হয়। বাসদ উপজেলা সমন্বয়ক কমরেড আলিউল ইসলাম বাদলের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্টি পার্টি (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহিন রহমান। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মার্কসবাদী কমরেড ডা. জয়দ্বীপ ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ কমিউনিস্টি পার্টি (সিপিবি) পলাশবাড়ী উপজেলা সাধারণ সম্পাদক আব্দূল্যা আদিল নান্নু। গাইবান্ধা জেলার সকল উপজেলা থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতৃবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
Leave a Reply