কটিয়াদী (কিশোরগঞ্জ) থেকে সুবল চন্দ্র দাস: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাথরবাহী ট্রাকের চাপায় সুমন (৩৫) নামে মোটর সাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে উপজেলার পুলেরঘাট বাজারে মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। তার কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি মো. সারোয়ার জাহান জানান, ব্যবসায়িক কাজে সুমন কটিয়াদী যাচ্ছিলেন। পথে সকাল সাড়ে ৯টার দিকে পুলেরঘাট বাজারে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাক (ঢাাকা মেট্রো ট-১৮-৫৯৫৮) তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় তিনি হেলমেট পরিহিত থাকলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও ঘাতক ট্রাকটি হেফাজতে নিয়েছে।
Leave a Reply