সুবল চন্দ্র দাস।- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১১টি ইটভাটাকে মোট সাত লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ইট ভাটাগুলোকে পৃথকভাবে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে মেসার্স রাব্বি ব্রিকস, মেসার্স আতিক ব্রিকস, এবিএম ব্রিকস, নিশাত ব্রিকফিল্ড ও মেসার্স আমানত ব্রিকসকে এক লাখ টাকা করে, মেসার্স লাকি এন্ড উজ্জ্বল অটোব্রিকস, এইচএমবি ব্রিকস, এবিএম বিক্রস-২, মেসার্স অনাদি এন্ড নওশি ব্রিকসকে ৫০ হাজার টাকা করে এবং মেসার্স দি নিউ ব্রিকস ও এমআরএম ব্রিকসকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক কাজী সুমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত থেকে সহায়তা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য নিশ্চিত করে বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারায় ১১টি ইট ভাটাকে মোট সাত লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Leave a Reply